বাবুরহাট প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এম.এম কামাল : চাঁদপুর পৌরসভার ঐতিহ্য বাহি বাবুরহাট স্কুল ও কলেজ মাঠে, এল.আর.বি বাবুরহাট কর্তৃক আয়োজনে মাদক বিরোধী বাবুরহাট প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মাদক কে না বলো, পরিষ্কার পরিচ্ছন্ন বাবুরহাট গড়ি এ স্লোগান কে সামনে রেখে শুক্রবার বিকেলে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক, সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি  জিল্লুর রহমান জুয়েল তিনি তার বক্তব্যে বলেন, ফুটবল খেলার মাধ্যমে এ অঞ্চলে যুবকদের মাদকের হাত থেকে বাঁচাতে এল.আর.বি সংগঠনটি বাবুরহাটে যে ভূমিকা নিয়েছে, তা প্রশংসার দাবী রাখে, আমরা এ সংগঠনের ভাল কাজের সাথে আছি এবং সকল সহযোগীতাও করব।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর মডেল থানার অফিসার মোঃ নাসিম উদ্দিন বলেন, যুবসমাজের নৈতিক অবক্ষয় যেভাবে মাদকের ছোবলে ধ্বংস হচ্ছিল, তাতে করে তাদের ঘুরে দাঁড়াতে মাদক বিরোধী ফুটবল খেলার মাধ্যমে এটি একটি প্রয়াস মাত্র। খেলায় সভাপতিত্বে করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, কর্ণফুলী কে এক শূন্য গোলে পরাজিত করে হিলশা বোদ্ধার দল। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন, প্রধান অতিথি চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক, সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি  জিল্লুর রহমান জুয়েল ও বিশেষ অতিথি মডেল থানা অফিসার ইনচাজ মোঃ নাসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ ছালেহ্  আহমদ জিন্নাহ,  অনলাইন পত্রিকা ইলশে বাড়ি ডটকম এর উপদেষ্টা মোঃ মাইনুল ইসলাম মমিন, বাবুরহাট বাজার ব্যাবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ ছায়েদ গাজী, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির , ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মেম্বার মোঃ হোসেন  শেখ,
ফারুক মজুমদার,  মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লিটন সরকার, মোঃ বিদ্যুৎ, মোঃ মোজাম্মেল পাটওয়রী, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোস্তফা কামাল, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মোঃ আলমগির খান,  খেলা আয়োজন কমিটির সভাপতি চন্দন দে, পরিচালনায় মোঃ ইকবাল মৃধা, ম্যাচ পরিচালনায় ছিলেন, তোফায়েল মাল, তারেক খান, সুমন মিজি, মাসুদ মাল, মাইনুল মাল, সাইফুল ইসলাম খান প্রমুখ।

একই রকম খবর