বাবুরহাট স্কুল এন্ড কলেজে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা

এম এম কামাল : চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে “ছেলেধরা” গুজব, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে রোববার (২৮ জুলাই) সচেতনতামূল সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ মিজানুর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, আজ তোমাদের অ্যাসেম্বলি দেখে আমার স্কুল জীবনের কথা মনে পড়েছে। ছোটবেলার স্মৃতি মনে পড়েছে। তোমরা বাংলাদেশের নতুন প্রজন্মের নাগরিক। গুজব রটিয়ে বাংলাদেশের সুন্দর পরিবেশকে একটি মহল নষ্ট করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, আমরা প্রত্যেক নাগরিক সচেতন হলে সমাজে এধরণের গুজব ছড়াবে না। আমরা সবসময় মাদকের বিরুদ্ধে থাকবো। কেউ ইভটিজিং এর শিকার হলে পুলিশকে খবর দিবে। কোন ভাবেই ১৮ বছরের নিচে বিয়েতে বসবেন না এবং ছেলেরা ২১ বছরেন নিচে বিয়ে করবে না।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, ওসি তদন্ত মোঃ হারুনুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

একই রকম খবর