চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

স্টাফ রিপোর্টার ।। চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপক) কর্মসূচি পালনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চাঁদপুর সদর উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দুর্নীতি দমনে এখন সাধারণ মানুষ অনেক সচেতন। সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে জেগে উঠেছে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি কথা বলতে শিখেছে। দুর্নীতি প্রতিরোধ করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক অঙ্গীকার। দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রম আগের তুলনায় বেশি। এজন্য জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিক এখন আরো সচেতন ।

তিনি আরো বলেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহোদয়ের বাড়ি চাঁদপুরে । সে সুবাদে আমাদের দাপটের সহিত দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে হবে।

দুপকের জেলা সভাপতি ড. কাজী হাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল প্রধানিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, দুপকের জেলা সহ-সভাপতি মুফতি হাফেজ মোঃ কেফায়েতুল্লাহ, ফরিদগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ খোরশেদ আলম চৌধুরী, হাজীগঞ্জের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মতলব দক্ষিণের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মোখতার হোসেন, জেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, মোঃ সালাহ উদ্দিন, আবুল হাসনাত, কচুয়ার সদস্য মোঃ সাইদুর রহমান প্রমুখ।

একই রকম খবর

Leave a Comment