স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বাস্তবায়নাধীন বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীষর্ক কর্মসূচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে স্থাপিত প্রাথমিক চিকিৎসা কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুর সদরের বালিয়ার ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, তানভির হোসেন এসময় ত্রিপুরা সমাজ উন্নয়ন সংস্থার অনন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।