স্টাফরিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জার্সি ও ফুটবলসহ বিভিন্ন আইটেমের ক্রীড়া সামগ্রী প্রদান করেন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজ সেবক এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি গতকাল শনিবার বিকেলে স্কুলের অফিস কক্ষে শিক্ষক এবং শিক্ষার্থীদের হাতে খেলাধুলার জন্য এই উপকরণ তুলে দেন এবং জেলা পর্যায়ে ভালো খেলার জন্য একজন ফুটবল প্রশিক্ষক নিয়োগ দেন।
এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিনয় ভুষণ মজুমদার, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিজি, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ দেবাশীষ কর মধু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল্যাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক আঃ হান্নান মাষ্টার।