স্টাফ রিপোর্টার : চাঁদপুর-রায়পুর সড়কস্থ চাঁদপুর সদর উপজেলার বাঘড়া বাজার লেবুতলা এলাকায় বুধবার (৮ মে) সকাল সাড়ে ৬টায় বালুবাহী ট্র্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন মোজাম্মেল হোসেন (২৫) ও রফিকুল ইসলাম গাজী (৪০)। মোজাম্মেল পঞ্চগড় জেলার ফখিলাগার গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
রফিকুল ইসলাম গাজী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম পোয়া গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে। তিনি অটোরিকশাটির চালক ছিলেন।
এদিকে চাঁদপুর-রায়পুর সড়কস্থ চাঁদপুর সদর উপজেলার বাঘড়া বাজার লেবুতলা এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে বালুর ব্যাবসা করে আসছে একটি মহল। এ বালু আনা নেয়ার সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এ স্থাননে অহরহ ঘটছে দুর্ঘটনা। এছাড়াও বালু বাতাসে উড়ে চাকলদের চোখে মুখে পড়ে দুর্ঘটনার সংখ্যা দিনদিন বেড়েই চলছে। এ স্থান থেকে অবৈধ বালু ব্যাবসা বন্ধ না হলে ঝড়তে পাড়ে আরো অসংখ্য প্রান।