মৈশাদী ইউনিয়নের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে বাল্য বিবাহ বন্ধ করল ইউনিয়ন পরিষদ । এতে একটি সামাজিক ব্যাধি থেকে রক্ষা পেল দু’টি পরিবার ও সমাজ।

অভিযোগ সূত্রে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড হামানকর্দি গ্রামের খান বাড়ীর মৃত আব্দুল হান্নান খানের একমাত্র কন্যা শাহ্তলী আলিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী লিপি আক্তার হাফছার (১৬)বিয়ের প্রস্তুতি চলছে। লিপির অভিভাবক নানা দুলাল খান তার নাতনীকে বড় শাহ্তলী গাজী বাড়ীর রফিক গাজীর ছেলে হাবিব গাজীর সাথে উভয় পরিবারের সিদ্ধান্তে বিয়ের প্রস্তুতি নেন। খবর পেয়ে ইউপি সদস্য ফারুক সরকার ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ঘটনা স্থলে লোক পাঠিয়ে উভয় পরিবারকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে আনেন। পরে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা শেষে উভয় পরিবারের সিদ্ধান্তে লিখিত অঙ্গিকারে বিয়ে থেকে পিছিয়ে আসেন। তারা এ বিয়ে বন্ধ রাখবেন বলে ইউনিয়ন পরিষদকে অঙ্গিকার প্রদান করেন।

একই রকম খবর

Leave a Comment