চাঁদপুর খবর রিপোর্ট ॥ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়াডের (শাহতলী গ্রামের) গ্রাম পুলিশ মো. বাশার গাজী ওরপে বাদশাকে (৪২) প্রাণনাশের হুমকি দিয়েছে। বতমানে গ্রাম পুলিশ বাশার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
গতকাল ১০জুলাই তার হুমকির বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছে। সে দৈনিক চাঁদপুর খবরকে জানায়, সম্প্রতি মোবাইল চুরির ঘটনায় মোস্তাফিজুর রহমান সায়েম (১৬)পিতা সফিক মাস্টার গ্রাম, শাহতলী,চাঁদপুর সদরসহ ৪ জনকে আটক করা হয়।
উক্ত আসামীরা আটকের পর থেকে তাদের পরিবারের পক্ষ থেকে আমাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমার বাড়ী জ্বালিয়ে দেবে। আমাকে মেরে ফেলবে।
বিষয়টি আমি চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্যাহ ওলি স্যারকে জানিয়েছি। সেই সাথে জিডির দায়েরের সিদ্ধান্ত নিয়েছি।এ ছাড়াও স্থানীয় চেয়ারম্যান স্বপন মাহমুদ ও ইউপি মেম্বার সফিক কারীকে জানিয়েছি।
জানা গেছে, বতমানে জেলা কারাগারে আটক মোবাইল চোর মোস্তাফিজুর রহমান সায়েমের নেতৃত্বে শাহতলীতে অর্ধ শতাধিক মোবাইল চুরিসহ নানা চুরির ঘটনায় জড়িত। তাকে আটক করায় চাঁদপুর মডেল থানা পুলিশকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। চুরিকৃত মোবাইল উদ্ধারের দাবি জানিয়েছি।
এছাড়াও মোবাইল চুরির মামলার ১নং স্বাক্ষী আনোয়ার গাজীকে আসামী পক্ষ প্রাণনাশের হুমকি দিয়েছে। স্বাক্ষী আনোয়ার গাজীর স্কুল পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে যাবার হুমকি দেয়। তার মেয়ে শাহাতলী উচ্চ বিদ্যালয়ে পড়ে।