চাঁদপুরের ৪ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

আহম্মদ উল্যাহ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনের মধ্যে ৪টি আসনে ঐক্যফ্রন্ট তথা বিএনপির মনোনীত প্রার্থীতার তালিকা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা রাজধানীর দলীয় কার্যালয় থেকে এ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন।

প্রকাশিত তালিকা অনুয়ায়ী চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে মোশারফ হোসেন (বিএনপি ধানের শীষ), চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) সংসদীয় আসনে ড. জালাল উদ্দিন (বিএনপি ধানের শীষ), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনে এম এ হান্নান (বিএনপি প্রার্থী মার্কা ধানের শীষ), চাঁদপুর-৫ (হাজীগঞ্জ শাহরাস্তি) সংসদীয় আসনে ইঞ্জিনিয়র মমিনুল হক ( বিএনপি ধানের শীষ) নাম ঘোষণা করেন।দলের আসন অনুযায়ী স্ব স্ব চূড়ান্ত মনোনীত প্রার্থীদেরকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়েছে ।

এদিকে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে কোন প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি। গতকাল শুক্রবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ আসনের বিষয়টি স্থগিত রয়েছে বলে দলীয় একটি সূত্রে জানা গেছে। তবে এ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি ধানের শীষ) থেকে মনোনীত প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় একাধিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন ।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়নপত্র দিয়েছেন অনেককেই, এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে আ ন ম এহসানুল হক মিলন (বিএনপি-ধানের শীষ), মোশারফ হোসেন (বিএনপি ধানের শীষ), নাজমুন নাহার বেবী (বিএনপি ধানের শীষ), আজাদ হোসেন (গণফোরাম/জাতীয় ঐক্য ফ্রন্ট ধানের শীষ)। চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) সংসদীয় আসনে, ড. জালাল উদ্দিন (বিএনপি ধানের শীষ), বিএনপির প্রার্থী তানভির হুদা (বিএনপি ধানের শীষ)।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি ধানের শীষ), অ্যাড. ফজলুল হক সরকার (নাগরিক ঐক্য/ বিএনপি ধানের শীষ), রাশেদা বেগম হিরা (বিএনপি ধানের শীষ), এস এম আলম ( জাতীয় পার্টি /জেপি/ বিএনপি ধানের শীষ), অ্যাড. সেলিম আকবর (গণ ফোরাম/জাতীয় ঐক্য ফ্রন্ট ধানের শীষ)।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনে এম এ হান্নান (বিএনপি প্রার্থী মার্কা ধানের শীষ), কাজী রফিকুল ইসলাম (বিএনপি মার্কা ধানের শীষ), চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে ইঞ্জিনিয়র মমিনুল হক (বিএনপি ধানের শীষ), এম এ মতিন (বিএনপি ধানের শীষ)।

এ সকল প্রার্থীদের মনোনয়নপত্র গত ২৮ নভেম্বর চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন। পরে গত ২ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাজেদুর রহমান খান। তিনি এ সকল প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেন।

একই রকম খবর

Leave a Comment