ইব্রাহিম খান : চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০ তমপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টম্বর) বিকেল ৪টায় বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. সলিম উল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, আক্তার হোসেন মাঝি, এড.হারুনুর রশীদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এড.জহির উদ্দিন বাবর, জেলা যুবদলেরর সাবেক সভাপতি শাহাজালাল মিশন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন,জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হযরত আলী,জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক হাবিব ভূইয়া, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা যুবদলের সহ সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারন সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ। কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন,শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতিয়তাবাদীদল গঠন করেন।তিনি এদেশে বহুমূখি গনতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশের স্বাধীনতার ঘোষক।কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই দলের বর্তমান চেয়ারপার্সন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান সরকার তাদের সাজানো মামলায় আটকে রেখেছে।কিন্তু যতই নিল নকশা করুকনা কেন দেশ নেএী বেগম খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোন নির্বাচন হবেনা হতে দেওয়া হবে না।আগামি দিনে কেন্দ্র ঘোষিত যেকোন আন্দোলন সংগ্রামে চাঁদপুর জেলা বিএনপি রাজপথে থাকবে।
দোয়া ও মুনজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারন সম্পাদক মাওলানা গোলাম মাওলা।