প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ এর আয়োজনে তা অনুষ্ঠিত হয়।
২৩ মে বিকেলে চাঁদপুর শহরের মিশন রোডস্থ অনন্যা সুপার মার্কেটের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্ট এর ৩য় তলায় তা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর জেলার সভাপতি ডাঃ এম.এন নূরুল হুদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম এর পরিচালনায় ইফতার ও দোয়া অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
আরও বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনোয়ারুল আজিম, স্বাধীনতা প্রদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব ডাঃ দেলোয়ার হোসেন ভূইয়া, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেলা বিএমএ’র সহ-সভাপতি ডাঃ সফিকুল ইসলাম মন্টু, জেলা বিএমএ’র সাবেক সভাপতি ডাঃ হারুন অর রশিদ সাগর, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সাবেক সহকারি পরিচালক ডাঃ এম.জি ফারুক ভূইয়া, স্কয়ার ডিভিশনাল সেল্স ম্যানেজার ইকরামুল হক প্রমুখ।
সময় আরও উপস্থিত ছিলেন ডাঃ সালেহ আহমেদ, ডাঃ মোঃ রফিকুল হাসান ফয়সাল, ডাঃ পীযুষ কান্তি বড়–য়া, ডাঃ মনির আহমেদ, ডাঃ মুকবুল হোসেন, ডাঃ অলিউর রহমান, ডাঃ ফরিদ আহমেদ চৌধুরী, ডাঃ মিলন সরকার, ডাঃ বিপ্লব কুমার দাস, ডাঃ আবু সাদাদ মোঃ সায়েম, ডাঃ মাইনুল ইসলাম মানিক, ডাঃ সিরাজুল ইসলাম, ডাঃ সিরাজুম মনির, ডাঃ সালেহ আহমেদ সহ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সকল সদস্যবৃন্দ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে নূরানী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ফখরুল ইসলাম।