স্টাফ রিপোর্টার :বিজয়ের মাস ডিসেম্বরেই জাতীয় পতাকা উত্তোলন করেনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন ভূমি কর্মকর্তা। সোমবার (১২ ডিসেম্বর)সাদুল্লাপুর,কালিপুর, ষাটনল ইউনিয়ন ভূমি কার্যালয়ে সরেজমিনে এমন চিত্র উঠে এসেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী অফিস চলাকালীন সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। বিধিমালার ৬ এর ১ অনুযায়ী এই আদেশ অমান্য করে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন কার্যালয়টির কর্মকর্তা কামরুন হোসেন।
তবে বাংলাদেশের বিজয়ের মাসে এমন ঘটনা জনমনে ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি সম্পর্কে ষাটনল ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামরুন হোসেন বলেন, অফিস সহায়ক বাইরে থাকায় পতাকা উত্তোলন করা হয়নি।