জিলানী চিশতী কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫প্রাপ্ত ২সহোদর ভর্তি

মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজে ২০১৯-২০২০শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে বিজ্ঞান বিভাগে জিপিত্র-৫ প্রাপ্ত ২(দুই) সহোদর একসাথে ভর্তি হয়েছে।

গতকাল সকাল ১০টায় কলেজের নতুন এটি আহমেদ হোসাইন রুশদী একাডেমিক ভবনের সভাকক্ষে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিত্র-৫ প্রাপ্ত বিজ্ঞান বিভাগের ২(দুই) সহোদর মো: হারুন অর রশিদ ও জিপিত্র-৫ প্রাপ্ত বিজ্ঞান বিভাগে মো: নাঈম আহমেদের হাতে আনুষ্ঠানিকভাবে ভর্তি ফরম তুলে দিয়ে ভর্তির প্রাথমিক কার্যক্রম শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, অভিভাবক ও মতলব উত্তর উপজেলা বিআরডিবি অফিসার সলেমান মুন্সি ,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: আবুল কালাম আজাদ, জিলানী চিশতী কলেজের সমাজকর্ম বিষয়ের প্রভাষক ও ভর্তি উপ-কমিটির আহবায়ক মো: নুরুল বাতেন,

৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো: সফিক কারী, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, ভর্তিকৃত মেধাবী শিক্ষার্থীদের মাতা ও জিলানী চিশতী কলেজের শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি,কলেজের কম্পিউটার অপারেটর ও ভর্তি উপ-কমিটির সদস্য মো: রানা সরকার।

এ সময় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন,চলতি বছর ব্যাপক মেধাবী ছাত্র-ছাত্রী অত্র কলেজে একাদশ শ্রেনীতে ভর্তি হয়েছে । আমরা নবাগত শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো । অত্র কলেজের লেখাপড়ার মান অনেক উন্নত ।

অবকাঠামোর সমস্যা সমাধান হয়েছে । শিক্ষামন্ত্রী ডা:দীপু মনির প্রচেষ্টায় ৪তলা একাডেমিক ভবনে পাঠদান শুরু হয়েছে । প্রত্যেক বিষয়ে শিক্ষক রয়েছে । আশা করছি আগামী কলেজে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে । এ জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করছি ।

একই রকম খবর