বিজয় দিবসে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আলোচনা ও পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে জেলা মহিলা ক্রীড়া সংস্থার অায়োজনে চাঁদপুর সরকারি মহিলা কলেজে অালোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার অালোচনা সভায় সভাপতিত্ব করেন সহ সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান ।

মতলব রয়মননেছা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অাফরুজা খানম মিলির পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, এডিসি সার্বিকের সহধর্মিনী শারমীন জাহান, এডিএমের সহধর্মিনী শামীন অাক্তার যুথি, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদা পলিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা অাক্তার ও অাবিদা সুলতানা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদিকা শিপ্রা দাস প্রমুখ।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

একই রকম খবর