স্টাফ রিপোর্টার : চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার ১৭তম দিনে মেলা মঞ্চে লাকসাম নাট্যজংশনের নাটক সুনাই কইন্যার পালা মঞ্চস্থ হয়েছে। গতকাল ২২ ডিসেম্বর রোববার রাত ৮টায় প্রখ্যাত নাট্যকার এস এম সোলাইমানের রচনায় ও জি এম এস রুবেলের নির্দেশানয় মঞ্চস্ত নাটকের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলা উদযাপন পরিশেনের চেয়ারম্যান এডভোকেট বদিউজ্জামান কিরন, মহাসচিব হারুন আল রশীদ ও লাকসাম নাট্যজংশনের পরিচালক জি এম এস রুবেলের।
নাট্য পরিষদের সদস্য সচিব এম আর ইসলাম বাবুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক পরিষদের আহবায়ক তপন সরকার, মাঠ ও মঞ্চের আহবায়ক ইয়াহিয়া কিরন, স্মৃতি সংরক্ষণ পরিষদের সতস্য সচিব অভিজিত রায় ও নাট্য পরিষদের সমন্বয়কারী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী।
সুনাই কইন্যার পালা নাটকে যারা অভিনয় করেন: কামরুল হাসান, স্নেহা, জান্নাতুল ফেরদৌস নুপুর, তনুশ্রী দেবনাথ, মহিউদ্দিনমিয়াজী, বুলবুল আহমেদ, নাঈম, তানভির হাসান রাহাত, হৃদয় চন্দ্র দাস, জি এম এস রুবেল, আজিজুর রহমান, রহমউল্যা হৃদয়, রাকিব, দোলন সাহা, মাহিন খন্দকার, নুসরাত জাহান ঝুমুর, মাইনুল হক, দিদারুল ইসলাম।