চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পুরস্কারপ্রাপ্ত আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮জুলাই (বৃহস্পতিবার)চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি কে সবর্ধনা পুরস্কার প্রদান করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব নিযুক্ত সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর উপ প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা কে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: আইয়ুব আলী বেপারী, আইনজীবি অ্যাড:সাইফুদ্দিন বাবু, সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর অ্যাডভোকেট হেলাল হোসাইন , বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।