মতলব উত্তর ব্যুরো : জনগণের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, বিদ্যুৎ ব্যতীত কোনোভাবেই কাঙিক্ষত উন্নয়ন সম্ভব নয়। একটি দেশের উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। আমরা দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। কাজেই আমাদের লক্ষ্য শুধু শহরেই নয়, তৃণম‚লের গ্রাম-গঞ্জের ঘরে ঘরে বিদ্যুতের সেবা পৌঁছে দেওয়া।
শনিবার সকালে মোহনপুরস্থ নিজ বাড়িতে মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলার ৮৮.৫৮৩ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণের মাধ্যমে ৫৮টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ খাতের উন্নয়নে ত্রাণমন্ত্রী তার সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ক্যাপটিভ জেনারেশনসহ ১৬ হাজার ১৫০ মেগাওয়াট। সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, উন্নত দেশ না হওয়া পর্যন্ত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ নিজ অর্থেই বাজেট পরিকল্পনা করবে ইনশাআল্লাহ।
জনগণকে সতর্ক করে মায়া চৌধুরী বলেন, ২০১৪ সালের নির্বাচনের মত ২০১৯ সালের নির্বাচনকে বানচাল করতে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করতে পারে। এদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় জনমত গঠনের পাশাপাশি সরকারের উন্নয়ণ কর্মকাÐ জনগণের কাছে তুুলে ধরার নেতাকর্মীদের প্রতি আহŸান জানান মন্ত্রী। ত্রাণ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদুরপ্রসারী পরিকল্পণায় দেশব্যাপী বিদ্যুতায়নের ফলে দেশের মানুষের জীবনধারা বদলে গেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ফলে গ্রামে বসেই জনগণ সরকারি সব সেবা গ্রহণের পাশাপাশি দেশ-বিদেশের খবর ও তথ্য জানতে পারছে।
মতলব উত্তর পল্লী বিদ্যুতের ডিজিএম নূরুল আলম ভূঁইয়ান সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) একেএম রিয়াজ উদ্দিন মানিক, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির হোসেন, মতলব দক্ষিণ পল্লী বিদ্যুতের ডিজিএম দিলীপ কুমার চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগ নেতা বোরহান উদ্দিন মিয়া, সিরাজুল ইসলাম লস্কর, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, এখলাছপুর ইউপি চেয়ারম্যান হাজী মোসাদ্দেক হোসেন মুরাদ, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক’সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলার ১৩ কোটি ২৮ লক্ষ ৭৪ হাজার ৫শ’ টাকা ব্যায়ে ৮৮.৫৮৩ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন নির্মাণের মাধ্যমে ৫৮টি গ্রামে বিদ্যুতায়ন করা করা হয়। এতে ৪ হাজার ৮৫৬ পরিবারকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।