চাঁদপুর খবর রিপোর্ট : মঙ্গলবার ২৬ জুন মঙ্গলবার চাঁদপুর শহরে সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে । বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে সোমবার নিশ্চিত করেছে চাঁদপুর বিদ্যুৎ বিভাগের নিবাহী প্রকৌশলী এস এম ইকবাল ।
তিনি জানান,চাঁদপুর বালুর মাঠ ১৫০ মেগওয়াট বিদ্যুৎ উপকেন্দ্রে জরুরী মেরামত কাজ করার কারণে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এ ব্যাপারে গতকাল সোমবার চাঁদপুর শহরে মাইকিং করা হয়েছে ।আশা করছি দুপুর ১২টার আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সক্ষম হবো ।