শোক দিবসে চাঁদপুরে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্নয়

স্টাফ রিপোর্টার : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে ডায়াবেটিক রোগ নির্নয় কার্যক্রম পরিচালনা করেছেন।

বুধবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় হাসপাতাল সম্মুখে রোগ নির্নয় অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।

এ সময় হাসপাতাল পরিচলানা কমিটি ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সুভাস চন্দ্র রায়, ব্যবসায়ী নেতা মোস্তাক হায়দার চৌধুরী, চেম্বারের সহ-সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ডাঃ বিশ^নাথ পোদ্দার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমূখ।

একই রকম খবর

Leave a Comment