স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বংশোদ্ভ‚ত, ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে তার পিতৃভ‚মি চাঁদপুর সফরের আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
এই আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে রাষ্ট্রীয় সফরে চাঁদপুর আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন দল বিজেপি’র এই প্রভাবশালী নেতা।
চাঁদপুর জেলা পরিষদ সূত্রে জানা যায়, চাঁদপুরের বংশোদ্ভ‚ত বিপ্লব কুমার দেব ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় চাঁদপুরের জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী তাঁকে অভিনন্দন জানিয়ে চাঁদপুর সফরের আমন্ত্রণপত্র প্রেরণ করেন। চিঠিতে তিনি মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা রাজ্য ও ভারত সরকার এবং সে দেশের জনগণের অকৃত্রিম সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
সূত্র আরো জানায়, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে তার ব্যক্তিগত সচিব রহিম বাদশার নেতৃত্বে তিন সদসস্যের একটি দল বৃহস্পতিবার ত্রিপুরা যান। ওইদিন ত্রিপুরার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে প্রায় আধাঘন্টা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাসায় তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দল। এ সময় চাঁদপুর জেলাবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে দেয়া স্মারক উপহার তুলে দেন প্রতিনিধি দল।
প্রতিনিধি দল সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর পিতৃভ‚মি চাঁদপুরের জেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক তাকে শুভেচ্ছা, অভিনন্দন ও আমন্ত্রণ জানানোয় বিপ্লব কুমার দেব জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
চাঁদপুর সফরের আমন্ত্রণ সাদরে গ্রহণ করে তিনি বলেন, রাষ্ট্রীয় সফরে যে কোনো সময় বাংলাদেশ সফরে আশার সম্ভাবনা রয়েছে তাঁর। সেই সফরে চাঁদপুর জেলা সফরটিও অন্তর্ভুক্ত থাকবে।
তবে একটি নিছক সৌজন্য সফর নয়, দুই দেশের মানুুষের বাণিজ্য এবং স্বার্থ ও সুবিধা সংশ্লিষ্ট যাতে হয় সেটাই মুখ্যমন্ত্রীর ইচ্ছে। চাঁদপুুরের সাথে ত্রিপুরার পণ্য বিনিময়ের (আমদানী-রপ্তানী) ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এতে উভয় এলাকার মানুষ অর্থনৈতিকভাবে উপকৃত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চাঁদপুর জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার কাছে আশীর্বাদ চেয়েছেন ত্রিপুরার এই জনপ্রিয় রাজ্য সরকারপ্রধান।