শিক্ষামন্ত্রীর স্বামীর শারীরিক খোঁজ-খবর নিতে হাসপাতালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ

স্টাফ রিপোর্টার : ঢাকা ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজ লাইফ সাপর্টে রয়েছেন।

ড. তৌফিক নেয়াজের শারীরিক খোঁজখবর নিতে প্রতিদিন শত শত দলীয় নেতাকর্মীসহ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাসপাতালে ছুটে যাচ্ছেন।
এছাড়াও ড. তৌফিক নেয়াজের রোগমুক্তি কামনা করে প্রতিদিন চাঁদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় দোয়া ও বিশেষ প্রার্থনা করা হচ্ছে।

ড. তৌফিক নেয়াজের শারীরিক খোঁজখবর নিতে মঙ্গলবার ঢাকা ইউনাইটেড হাসপাতালে ছুটে যান স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী। এসময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, চাঁদপুর জেলা মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেলোয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক কে এম মাসুদ।

তারা ড. তৌফিক নেয়াজের শারীরিক খোঁজখবর নিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির সাথে কিছুক্ষণ কথা বলেন।

ড. তৌফিক নেয়াজের রোগমুক্তি কামনায় চাঁদপুরসহ সারা দেশব্যাপী মানুষের দোয়া ও ভালাবাসা দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি বলেন, আমনারা দোয়া করেন যেন আমার স্বামী ড. তৌফিক নেয়াজ সুস্থ হয়ে আপনাদের মাঝে ভালো ভাবে ফিরে আসতে পারে।

এছাড়াও গতকাল ইউনাইটেড হাসপাতালে যান চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, সহ-সভাপতি সুবাস চন্দ্র রায়, তমাল কুমার ভৌমিক, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদার, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, সদস্য গাজী আব্দুল গণি, শহর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক সফিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় শত শত নেতাকর্মীরা।

একই রকম খবর