হাবিবুর রহমান হাজীগঞ্জ থেকে : চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান হাজীগঞ্জ উপজেলায় প্রথম আগমন উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা ই-সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতলব উত্তর ও হাইমচর উপজেলায় দুটি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছেন। সহসায় এর কার্যক্রম শুরু হবে। এতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে মতলব ও হাইমচরকে অর্থনৈতিক জোন হিসেবে অনুমোদন দিয়েছে। সহসায় এর কার্যক্রম শুরু হবে। মতলব ও হাইমচরের অর্থনৈতিক জোনের কার্যক্রম শুরু হলে চাঁদপুর জেলা হবে দেশের অন্যতম একটি প্রসিদ্ধ অর্থনৈতিক অঞ্চল। এখানে হাজার হাজার মানুষের কর্মস্থানের সুযোগ হবে।
তিনি বলেন, সকলে মিলে আমরা এদেশকে একটু এগিয়ে নিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা পেলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমরা দ্রæত দেশের অর্থনৈতিক পরিবর্তন করতে পারবো।
তিনি আরো বলেন, স্বচ্ছতা ও জবাবদীহিতা নিশ্চিতকরণে এবং হয়রানি ও দূর্ণীতিরোধে ইউনিয়ন ভিত্তিক উন্নয়নের ডাটাবেজ তৈরি করা হবে। এতে ওয়ার্ড বা এলাকা ভিত্তিক উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। উন্নয়নের সকল তথ্য চিত্র যদি কম্পিউটারাইজ হয়, তাহলে সঠিক ও সার্বিক উন্নয়ন এবং জবাবদীহিতা নিশ্চিত হবে।
সম্মিলিত প্রচেষ্টায় দেশটাকে এগিয়ে নিতে হবে বলে উল্লেখ করে জেলা প্রশাসক মাজেদুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ। তিনি উন্নত বাংলাদেশ গঠনে কাজ করছেন। আমাদেরকেও যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তবে আগে নিজেকে জানতে হবে। যারা নিজেকে জানতে পেরেছে, তারাই সফল হয়েছে এবং সমাজ, দেশ ও জাতীর জন্য কিছু করতে পেরেছে। তাই আমাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজমুদারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মজুমদার পরান, উপজেলা কৃষি কর্মকর্তা নয়নমনি সূত্রধর, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্আলী রেজা আশ্রাফী, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক বকাউল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ সময় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, আলহাজ¦ সফিকুল ইসলাম মীর, মনির হোসেন গাজী, জলিলুর রহমান মির্জা দুলাল, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন বাচ্চু, জাকির হোসেন লিটু, পৌর সচিব মোহাম্মদ নূর আজম বিন আখতার, হাজীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গাজী নাছির উদ্দিনসহ উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।