চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পুরানবাজার ও নতুন বাজার পুলিশ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে ও ভোরে পুলিশের পৃথক অভিযানে হাবিবুর রহমান মিজি(৩৩) ও ফয়জুল হাসান ঝলক(৪০)কে আটক করে থানায় নিয়ে আসে।

দুপুরে আটককৃতদের পুলিশ আদালতে প্রেরন করলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়।

জানা যায়, চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার মাদক সম্রাট ফয়জুল হাসান ঝলক দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে। এর পূর্বে সে ইয়াবাসহ আটক হয়ে জেল খেটেছে। সে জেল থেকে বের হয়ে আবারো মাদক বিক্রী করে আসছিলো। সোমবার ভোরে জোড় পুকুর পাড় এলাকায় মাদক বিক্রী করার সময় নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল মোস্তফা সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫১ পিচ ইয়াবাসহ ফয়জুল হাসান ঝলককে আটক করে। আটক ঝলক শহরের আদালত পাড়ার এ,এইচ,এম সিরাজুল মোস্তফার ছেলে।

এদিকে সোমবার দুপুর ১১ টায় শহরের পুরানবাজার মেরকাটিজরোডে মিজি বাড়িতে পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল রশিদ,এসআই পলাশ বড়–য়া ও এএসআই মজিবুর সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট হাবিবুর রহমান মিজিকে আটক করে।

আটক হাবিব মেরকাটিজরোডের মিজি বাড়ির মৃত নুরু মিজির ছেলে। সে এর পূর্বে বহুবার ইয়াবাসহ আটক হয়ে জেল খেটেছে। আটক হাবিব পুরানবাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে পুলিশ আটক করায় এলাকার মানুষের মাঝে স্বস্তী ফিরে এসেছে।

এই মাদক ব্যবসায়ীরা ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রী করার জন্য এলাকার অসহায় যুবকদের ব্যবহার করে। এদের মাধ্যমে এই মাদক বিক্রী করে তাদের জীবন ধবংশের দিকে ধাবিত করছে।

একই রকম খবর

Leave a Comment