স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ-২০১৯ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৯ মে) আালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ।
সভায় অংশ নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার এমএ ওয়াদুদসহ নেতৃবৃন্দ ।