মতলব উত্তর ও দক্ষিণে বিষপাণে দু’জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দীঘলদী ও উত্তর উপজেলার অলিপুর গ্রামে কীটনাশক পান করে মো. মিজান (৩৫) ও আমিনুদ্দিন মজুমদার (৩৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ আগষ্ট) দিনগত মধ্যরাতে চিকিৎসারত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উল্লেখিতদের মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী গ্রামের মো. সিরাজ প্রধানিয়ার ছেলে এবং আমিনুদ্দিন উত্তর উপজেলার অলিপুর গ্রামের ফজলুল করিম মজুমদারের ছেলে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, মিজানুর রহমান পেশায় একজন রাজমিস্ত্রি। সে মতলব দক্ষিন উপজেলা সদরে মসজিদ নির্মাণে কাজ করছিলেন। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন তাকে গ্রামের বাড়ীতে একটি গাছের সাথে হেলান পড়ে থাকতে দেখেন। ওই স্থান থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে মতলব উত্তর উপজেলার আমিনুদ্দিন মজুমদারের বিষপানের কোন কারণ এখনো জানাযায়নি। কারণ তাকে হাসপাতালে নিয়ে আসা লোকজনকে পাওয়া যায়নি। দু’জনের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য ময়না তদন্ত করা হবে।

একই রকম খবর

Leave a Comment