মামুন হোসাইনঃ জামালপুর থেকে বিয়ের দাবিতে ফরিদগঞ্জে ছেলের বাড়িতে অনশন করে আরিফা আক্তার নামে এক মেয়ে।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নং পাররামরামপুর ইউনিয়নের ভাতখাওয়া গ্রামের ঢাকা বসবাস কারি আমিন উল্ল্যাহর মেয়ে আরিফ আক্তার, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা পুর্ব ধানুয়া মিজির বাড়ির পিতা বাবুল মিজির ছেলে রিয়াদ মিজির বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে।
সরজমিনে গিয়ে জানা যায়, মেয়ে আরিফা আক্তার ও ছেলে রিয়াদ মিজি ঢাকায় পাশাপাশিরনএলাকায় বসবাস করতো, ৬ বছর পুর্বে তাদের উভয়ের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে গত ৯ সেপ্টেম্বর রিয়াদ মিজি প্রবাসে যাবে তাই তার নিজ এলাকায় চলে আসে,মেয়ে আরিফা আক্তার ছেলের সাথে যোগাযোগ করতে না পেরে প্রেমিক রিয়াদ মিজির বাড়িতে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার চলে আসে এবং বিয়ের দাবিতে ৪ ঘন্টা অনশনের পরে ¯হানীয়রা ৯৯৯ কল দিলে ফরিদগঞ্জ থানা থেকে এস আই আবেদ ঘঠনা¯হলে আসে। এর পরে এলাকার ¯হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছেলের পরিবার ও মেয়ের সম্মত্তিতে রাত ৯ ঘটিকার ২ লক্ষ ৫০ হাজার টাকা কাবিনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।