স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জে দশ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হওয়ার ৬দিন পর রোববার রাতে থানায় মামলা দায়ের হয়েছে।
উপজেলা বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামে গত ১৯ জুন মঙ্গলবার এ ঘটনা ঘটে। পুলিশ মামলা গ্রহণ করে সোমবার শিশুটিকে উদ্ধার করে সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দি নেয়ার জন্য আদালতে প্রেরণ করেছে। তবে অভিযুক্ত আব্দুল রাজ্জাক ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
শিশুটির মা জানায়, তার বুদ্ধি প্রতিবন্ধী সন্তান মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের বিলে গরুর জন্য ঘাস কাটতে যায়। এসময় পাশের বাড়ির আব্দুর রাজ্জাক (৪৮) তাকে ধর্ষণ করে।
শিশুটি বাড়িতে এসে ঘটনা জানালে তিনি ওই দিনই চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে গিয়ে ভর্তি করেন। এদিকে ঘটনার পর স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি মিমাংসা করে দিবে বলে কয়েকদিন ঘোরানোর পর গত ২৪ জুন রাতে ফরিদগঞ্জ থানায় এসে তিনি লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ এটিকে মামলা হিসেবে গ্রহণকরে। মামলা নং (নং-২০, তাং-২৪.৬.২০১৮)
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) রাজীব কুমার দাশ মামলা দায়েরের কথা স্বীকার জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি নেয়ার জন্য সোমবার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।