বুধবার পবিত্র ঈদুল আযহা

চাঁদপুর খবর রিপোর্ট : মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা আগামীকাল ২২ আগস্ট বুধবার উদ্যাপিত হবে। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশের ন্যায় চাঁদপুরেও উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আযহা। এ উৎসবকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর থেকে মানুষজন পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদ্যাপন করতে লঞ্চ, স্টিমার, বাস ও ট্রেনে করে বাড়িঘরে ফিরছে।

সোমাবর (২০ আগস্ট) সরকারি ছুটি পেয়ে মঙ্গলবার থেকেই অনেকে নিজ নিজ বাড়ি-ঘরে আসতে শুরু করে। মানুষের পদচারণায় মুখরিত শহর গ্রামাঞ্চল সর্বত্র। গতকাল গভীর রাত পর্যন্তলঞ্চ, স্টিমার, বাস ও ট্রেনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজও থাকবে ভিড়। বাংলাদেশ রেলওয়ে ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেন সার্ভিস দিয়েছে। গতকাল গিয়েছে পবিত্র হজ্ব দিবস। আরাফাতের ময়দানে বিশ্বের লাখো লাখো মুসলমান লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত করেছে। আগামীকাল ঈদ জামাতে সবাই তালবীয়া পাঠ করবেন।

এই ঈদের সাথে পশু কোরবানির বিষয়টি সম্পৃক্ত। তাই সামর্থ্যবানরা এ ঈদে হালাল পশু কোরবানি দেবে। এবার বন্যা ও অতিবৃষ্টির কারণে চাঁদপুর জেলার কোরবানির পশুর হাটগুলো অনেক পরে জমেছে। শুরুতে কোরবানির পশু আশানুরূপ বিক্রি না হলেও বুধবার বিকেল থেকে বেচাকেনার ধুম পড়ে। আজ দিবা-রাত্রি চলবে সর্বশেষ বেচাকেনা। এবার গরুর দাম কিছুটা কম বলে ক্রেতারা জানান।

এদিকে গরু-ছাগল বেচাকেনা করতে এসে চাঁদপুরে কেউই কোনো চাঁদাবাজের খপ্পরে পড়তে হয়েছে বলে শোনা যায়নি। পুলিশ বাহিনীর সদস্যরা এ বিষয়ে সর্বদা টহল জোরদার রাখে। ঈদুল আযহা উপলক্ষে জেলা শহরের ছোট-বড় শপিং সেন্টার ও মার্কেটগুলোতে বেচাকেনা কিছুটা কম হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এবার বেচাকেনা খুব খারাপ হয়েছে। কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে কসমেটিকস্ ও প্রবাসধনী দোকানগুলোতে। সব মিলিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা এখন ঈদের শেষ প্রস্তুতিতে ব্যস্ত। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁদপুরের প্রশাসন, পুলিশ বিভাগ ও কোস্টগার্ড নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিভিন্ন ছোট-বড় মার্কেট, গুরুত্বপূর্ণ সড়কের মোড়, বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনালসমূহে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। লঞ্চঘাটে রোভার স্কাউট সদস্যরা শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে। তাদেরকে বয়োবৃদ্ধদের লঞ্চে উঠানামা করতে সহযোগিতা করতে দেখা গেছে। এছাড়া চাঁদপুর শহরে রোভার স্কাউট সদস্য ও কমিউনিটি পুলিশের টহল সদস্যরা রাস্তায় ট্রাফিকের সহযোগী হিসেবে যানবাহন নিয়ন্ত্রণে রাখতে কাজ করতে দেখা গেছে।

চাঁদপুর জেলা শহরের প্রধান প্রধান ঈদ জামাতে বরাবরের মতো এবারো সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পুলিশ বাহিনীর পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের নিরাপত্তা ব্যবস্থাও থাকবে। শহরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায় পৌর ঈদগাহে। পৌর ঈদগাহসহ সকল ঈদগাহ ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। আবহাওয়া ভালো থাকলে ঈদগাহে নামাজ হবে। আর আবহাওয়া যদি অনুকূলে না থাকে তাহলে ঈদগাহ সংলগ্ন মসজিদে ঈদের জামাত হবে।

একই রকম খবর

Leave a Comment