ইমরান নাজির মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার কৃষি অফিস (খামার বাড়ীর) উদ্যোগে ফল ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।
গত পহেলা সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম গিয়াসউদ্দিন।
উপজেরা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার। উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন মঞ্জু। উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমীন। মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহম্মেদ।
উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দস, মতলব দক্ষিণ মেয়র আওলাদ হোসেন লিটন, ছেংগাচরের পৌর মেয়র রফিকুল আলম জর্জ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, ভাইস চেয়ারম্যান শওকত আরী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী দাস তাঁরা, মহিলা নেত্রী আসমা আক্তার আঁখি, উপজেলা যুবলীগের আহবায়ক জহির সরকার, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, যুবলীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধান, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান মেম্বারসহ শত-শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।