স্টাফ রিপোটার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় ’’সবুজে বাঁচি, সবুজ বাঁচও’’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
১৮ জুলাই (বুধবার) সকাল ১১টায় সারা দেশের ন্যায় জিলানী চিশতী কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এ সময় বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন করেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ,সহকারী শিক্ষক দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো; রফিকুল ইসলাম তালুকদার, স্থানীয় যুবলীগ নেতা মো: আবুল কাশেম ক্বারী, অভিভাবক মো: জাকির হোসেন গাজী প্রমূখ।