বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে চাঁদপুর জেলায় ৫জন নারীকে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত জয়িতা নারীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান।
জয়ীতাদের ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, গুণীজনদের সম্মান না জানালে গুণীজন জন্মায়না। গুণীজনদের সম্মান দিলে তার কাজের স্বীকৃতি প্রদান করা হয় এবং ভালো কাজে আরো মানুষ এগিয়ে আসে।
তিনি বলেন, বেগম রোকেয়া নারীদের অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। এখন দেশে অনেক নারী রয়েছে যারা স্ব-স্ব ক্ষেত্রে সফল। এ সব মহীয়ান নারীদের সরকার সম্মান জানাচ্ছেন। তিনি বলেন, আমি চাই এ বছর চাঁদপুর থেকে সেরাগুণীজন জয়ীতা নারী নির্বাচিত হউক। এজন্য আমরার জয়ীতাদের সকল ক্ষেত্রে সকল সহযোগিতা করবো।
এর পূর্বে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
নির্বাচিত জয়িতা নারীরা হলেন- হাজীগঞ্জ উপজেলার রাবেয়া আক্তার মায়া। তিনি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী একজন নারী। চাঁদপুর সদর উপজেলার সালমা আক্তার। তিনি শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। হাজীগঞ্জ উপজেলার ফাতেমা খাতুন। তিনি সফল জননী নারী। মতলব দক্ষিণ উপজেলার খাদিজা বেগম। তিনি নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন। কচুয়া উপজেলার মোসাম্মৎ শাহিনুর। তিনি সমাজ উন্নয়ন অসামান্যো অবদান রেখেছেন।
নির্বাচিত জয়িতা নারীদের মধ্যে- হাজীগঞ্জ উপজেলার ফাতেমা খাতুন। তিনি সফল জননী নারী। তার ২ সন্তান ডাক্তার এবং ২ সন্তানের স্ত্রীও ডাক্তার, এছাড়াও ২ সন্তান শিক্ষক এবং ২ সন্তানের স্ত্রীও শিক্ষকতা পেশায় রয়েছে।
একই উপজেলার অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জয়ীতা পুরস্কার পেয়েছেন নারী উদ্যোক্তা রাবেয়া আক্তার মায়া। তিনি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী একজন নারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা চাঁদপুরের চেয়ারমান অধ্যাপিকা মাসুদা নুর, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক রাফিয়া ইকবাল প্রমূখ।