প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বর্ধিত ৪% কর্তনের প্রত্যাহারে রোববার (৫ মে) শপথ চত্বরে বিকের সাড়ে ৪ টায় মানববন্ধন কর্মসূচি পালন হয়। দেশের ১০টি শিক্ষক সংগঠনের সমন্বয়ে ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন ’ কেন্দ্রিয় কমিটির কর্মসূচির আলোকে চাঁদপুরে শিক্ষক সংগঠনগুলো জেলা সদরে এ কর্র্মসূচি পালন করে।
মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও মোজ্জাম্মেল হোসেন ঢালীর পরিচালনায় জেলা শিক্ষক সংগ্রাম কমিটির আহবায়ক ও জেলা বাকশিস সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাফায়াৎ আহম্মেদ ভ‚ঁইয়া এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ , মতলবের বাকশিস নেতা অধ্যক্ষ আবদুল মালেক , অধ্যক্ষ মেজবাউদ্দিন , সফিউল আজম,অধ্যাপক মাইনুদ্দিন, সভাপতি মো.বিলাল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হেসেন , সদরের সভাপতি কানিজ বতুল চৌধুরী ও মতলবের আবদুল কাদের ।
বক্তাগণ মানববন্ধন কর্মসুচি পালনকালে বলেন , বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের জন্য বেতন থেকে অতিরিক্ত ৪ % কর্তন প্রত্যাহার করতে এ মানববন্ধন করেছেন শিক্ষকরা। ১০টি শিক্ষক-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে সব শিক্ষক-কর্মচারীর চাকরি জাতীয়করণসহ ৫ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক নেতৃবৃন্দ।
৫ দফা দাবির মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের শিক্ষক-কর্মচারীদের বেতন হতে অতিরিক্ত ৪ % কর্তনের প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বেতন ভাতা প্রদানের পরিবর্তে প‚র্ণাঙ্গ পেনশন সুবিধা চালু, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা বাতিল করে প‚র্বের নীতিমালা বহাল, অনার্স-মাস্টার্স পাঠদানকারী শিক্ষক ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত সম্মানজনক বাড়ি ভাড়া, প‚র্ণাঙ্গ উৎসব ভাতা ও মেডিকেল ভাতা প্রদান ইত্যাদি ।