চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া পবিত্র মাহে রমজান উপলক্ষে গুরুত্ব পূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। যা গত ১৮ মে হাজীগঞ্জ ইউএনও’র সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তিনি বলেন,
প্রিয় হাজীগঞ্জবাসী,
মানবতার স্বার্থে পবিত্র রমযান মাসসহ সকল সময়ের জন্য নিন্মবর্ণিত পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
১. মেয়াদ উত্তীর্ণ, ভেজাল বা নকল পণ্য বিক্রি করা যাবে না।
২. খোলা অবস্থায় ইফতারসামগ্রি ও অন্যান্য খাবার বিক্রি করা যাবেনা। দোকান/ বাজারের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
৩. মাছ, মাংস, ফলমূল, সবজিসহ কোন খাদ্যে কার্বাইড, ফরমালিন বা স্বাস্থ্যর জন্য ক্ষতিকর কোন প্রকার কেমিক্যাল মেশানো যাবে না।
৪. অসুস্থ পশুর মাংশ বিক্রি করা যাবে না। অবিক্রিত মাংশ ফ্রিজে সংরক্ষণ করে পরের দিন বিক্রি করা যাবে না। পশু ক্রয়ের স্বপক্ষে রশিদ সংরক্ষণ করতে হবে।
৫. দোকান, হোটেল ও বাজারে সকল প্রকার পণ্য ও খাদ্যদ্রব্যের মূল্য প্রকাশ্যে প্রদর্শন করতে হবে; অধিক মূল্যে দ্রব্য বিক্রয় করা যাবে না।
৬. সঠিক মাপ ও ওজন নিশ্চিত করতে হবে।
৭. ফুটপাথে ইফতারির দোকান, সবজির দোকান বা অন্য কোনো দোকান বসানো যাবে না।
৮. রাস্তায় অবৈধ পার্কিং করা/ ময়লা আবর্জনা ফেলা যাবে না।
পরিশেষে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন তিনি।
উপর্যুক্ত পরামর্শ অমান্যকারীদের বিরুদ্ধে বিধিমোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বৈশাখী বড়ুয়া
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
হাজীগঞ্জ, চাঁদপুর।