চাঁদপুরে এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহানের আয়োজনে ইফতার ও দোয়া

কাঊছুল ঊল রাব্বি : চাঁদপুরের সুধী সমাজের সম্মানার্থে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেছেন চাঁদপুর (চাঁদপুর সদর ও হাইমচর) -৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।

৬ জুন বুধবার আছর বাদ চাঁদপুর প্রেসক্লাবের কমিনিউটি সেন্টার ও প্রেসক্লাব মিলনায়তনে এই বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সুধী সমাজের সম্মানার্থে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খান বোরহানের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন চাঁদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

ইফতার মাহফিলে বসুন্ধরা গ্রæপের উপদেষ্টা খাজা আহমেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।

এমপি প্রার্থী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান তার বক্তব্যে বলেন, আজকের এই ইফতার মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে চাঁদপুরের সুধী সমাজের সাথে একসাথে আল্লাহর নেয়ামতের মাধ্যমে ইফতার করা। দলমত র্নিবিশেষে আজকে আমরা একসাথে ইফতার করতে পারছি এটাই হচ্ছে এই ইফতার মাহফিলের সার্থকতা।

স্থানীয় ৪নং শাহমাহমুদপুরের আওয়ামীলীগের নেতা সামছুজ্জামান পাটওয়ারীর পরিচালনায় মাহফিলে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামলীগের সহসভাপতি বিল্লাল আখন্দ, জেলা যুবলীগের নেতা রফিকুল ইসলাম ভুইয়া ,জেলা আওয়ামীলীগের নেতা মোঃ শাহআলম ,দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ,চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: নাজমুল হোসেন পাটওয়ারী ।

এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক র্মিজা জাকির, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কাশেম খান, চাঁদপুর কাগজের সম্পাদক প্রকাশক ও মাই টিভির জেলা প্রতিনিধি মুনওয়ার কানন, ইনডিপেডন্ট চ্যানেলের জেলা প্রতিনিধি আব্দুল আউয়াল রুবেল, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আলম, জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, মতলব রয়মননেছা মহিলা কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম, বাগাদী আহমেদিয়া ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মাহফুজ উল্যাহ খান, গ্রিন বাংলা নিউজের সম্পাদক ও পরিবেশ সংরক্ষণ আন্দোলন কমিটির প্রতিষ্ঠাতা আশিক খান, হাইমচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জল, সাধারণ সম্পাদক মুসলিম মিয়া প্রমুখ। ইফতার মাহফিলের পরিচালনা করেন পীরজাদা মাওলানা মাহফুজুল্লাহ ও মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক চাঁদপুর খবরের সহকারী বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহ।

একই রকম খবর

Leave a Comment