স্টাফ রিপোটার: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে ব্যাপক প্রচার প্রচারনা ও গনসংযোগ অব্যাহত রেখেছেন চাঁদপুর ৩ (সদর ও হাইমচর) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় মৎসজীবীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা মৎসজীবিলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ রেদওয়ান খান বোরহান ব্যাপক গনসংযোগ অব্যাহত রেখেছেন।
৪ সেপ্টম্বর মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর কালী বাড়ী, চাঁদপুর মডেল থানার সামনে, সদর হাসপাতাল, চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর জোড় পুকুর পাড়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে সিএনজি ড্রাইভার এবং সাধারন মানুষের কাছে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র লিপলেটের মাধ্যমে তুলে ধরেন।
আলহাজ্ব রেদওয়ান খান বোরহান বলেন শেখ হাসিনা সরকার বারবার দরকার। তিনি তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন টেক সই উন্নয়নের লক্ষে বর্তমান সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে আর সেই লক্ষেই ২০২৩ ও ২০২৮ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করবে। সেই ধীরো সংকল্প নিয়ে কাজ করে যাচ্ছেন সরকার। এই জন্য আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় আনা প্রয়োজন।
কারন যিনি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ না করে সারা দিন রাত মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন। সে আর আমাদের কেউ নয় আমাদেও হৃদয়ের স্পন্দন জননেত্রী শেখ হাসিনা। আমরা সবাই মিলে নেত্রীর দীর্ঘআয়ু কামনা করি নেত্রী যেন আমাদের মধ্যে বেঁচে থেকে একটি উন্নয়ন শীল দেশ উপহার দিতে পারে।
এছাড়াও তিনি সন্ধা ৭টায় চাঁদপুর পুরানবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জম্মাষ্টমী মহোৎসবের সমাপনী ও পুরস্কার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে হরিসভা মন্দির কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে আলহাজ্ব রেদওয়ান খান বোরহান উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে পুরানবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী অনন্ত চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডাঃ সহদেব দেবনাথের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, দৈনিক চাঁদপুর কন্ঠের চীফ রিপোটার বিমল চৌধুরী প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অার্কষন বাংলাদেশের ইত্যাদিখ্যাত কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস গান পরিবেশন করেন। এছাড়াও তিনি চাঁদপুর শহরের টাউন হল মার্কেটের ৩য় তলায় সিটি নিয়ন গ্রুপ ও দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে নৌকা মার্কার সমর্তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও গনসংযোগকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, জেলা তরিকত ফেডারেশনের সাধারন সম্পাদক মাওঃ মিজানুর রহমান, সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন মোঃ সামছুজ্জামান পাটওয়ারী, সহ সভাপতি আজিজুর রহমান ভুট্ট, আওয়ামীলীগ নেতা সফিউল আলম পাটওয়ারী, চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ক্রীয়া বিয়ষক সম্পাদক ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, পৌর আওয়ামীলীগ নেতা ফরিদ বেপারী, সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কবির খান,
২নং আশিকাটি ইউনিয়ন মৎসজীবিলীগের সভাপতি নুর মোহাম্মদ ভূইয়া, সাধারন সম্পাদক মাসুম প্রধানীয়া, সহ সভাপতি সুমন সরকার, চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামী মৎসজীবিলীগের সভাপতি মোঃ রাজু বরকন্দাজ, কল্যানপুর ইউনিয়নের মৎসজীবিলীগ নেতা জাকির হোসেন খান, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগ নেতা মোঃ রুবেল, হৃদয় মজুমদার, শেখ রিয়াদ, জাকির তালুকদার, শরীফ খান সহ আওয়ামীলীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।