স্টাফ রিপোটার : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কার সমর্থনে চাঁদপুর ৩ (সদর ও হাইমচর) আসনের আওয়ামী লীগ থেকে মনোনায়ন প্রত্যাশী কেন্দ্রীয় মৎসজীবী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা মৎসজীবিলীগের সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মোঃ রেদওয়ান খান বোরহানের ব্যাপক গনসংযোগ অব্যাহত রেখেছেন।
তিনি গত ২সেপ্টেম্বর বিকাল ৪টায় চাঁদপুরের ঐতিহাসিক শাহসূফি শাহেন শাহ্ (রহঃ) মাজার জিয়ারত করেন।
এছাড়া তিনি চাঁদপুর পুরান বাজার বর্ণাঢ্য জন্মাষ্টমী শোভাযাত্রার বিশাল র্যালিতে অংশগ্রহণ করেন।
বিকাল ৫টায় হাইমচর উপজেলার ঢেলের বাজার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, বাল্য বিবাহ ও জঙ্গি বিরোধী মিনি ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন।
রাত ৮টায় হাইমচর পশ্চিম চরকৃষ্ণপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্টানে মন্দির কমিটির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শ্রী দিনেশ ও মাষ্টার লক্ষন চন্দ্র সরকারের যৌথ পরিচালনায় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী, চাঁদপুর জেলা তরিকত ফেডারেশন সাধারন সম্পাদক মাওঃ মিজানুর রহমান, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শ্রী সন্তুস চন্দ্র মজুমদার, অজয় কুমার মজুমদার, হাইমচর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিবেক লাল মজুমদার, উপজেলা মৎসজীবিলীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জল, সাধারন সম্পাদক মুসলিম মিজি, সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খান, চাঁদপুর জেলা মহিলালীগের সদস্য সৈয়দা রোখসানা, সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামছুজ্জামান পাটওয়ারী, সদর উপজেলা মৎসজীবিলীগের সভাপতি রাজু বরকান্দাজ, পৌর আওয়ামীলীগ নেতা ফরিদ বেপারী, সদরের মৈশাদী ইউনিয়ন ৩নং ওয়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কবির খান প্রমূখ।
এছাড়াও তিনি উপজেলার ঢেলের বাজার, আলগী বাজাার, কাটাখালী বাজার, হাইমচর বাজারে তিনি নৌকা মার্কার ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করেন।