স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের পূর্ব রামদাসদীতে হত্যার উদ্দেশ্যে ব্যবসায়ী দেলোয়ার শেখ(৪৫)কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুত্তর আহত অবস্থায় তাকে স্থানীরা উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধা সাড়ে ৭ টায় পূর্ব রামদাসদীর শেখ বাড়ির মসজিদের সামনে। এই ঘটনায় আহতের পরিবার চাঁদপুর মডেল থানায় সন্ত্রাসী জাকির শেখ(৪০)কে আসামি করে মামলা দায়ের করেন।
জানা যায়, পূর্ব রামদাসদীর হাজী ইমানউদ্দিন শেখ বাড়ির মৃত জলিল শেখের ছেলে ঢাকা কাওরানবাজারের কাঁচা মালের ব্যবসায়ি দেলোয়ার শেখ ব্যক্তিগত কাছে চাঁদপুর নিজ বাড়িতে আসে। তিনি সন্ধায় শেখ বাড়ি মসজিদে নামাজ পরে বাড়ির দিকে যাওয়ার পথে পিছন দিক থেকে সন্ত্রাসী জাকির শেখ ধাড়ালো অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেয়। ব্যবসায়ি দেলোয়ার শেখের মাথা ফেটে গিয়ে রক্ত বের হতে থাকে। তার চিৎকারে বাড়ির মানুষ দৌড়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতাাল নিয়ে ভর্তি করায়।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের পর এসআই পলাশ বড়ুয়া সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আসামি জাকির শেখকে আটক করতে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি জাকির শেখ এলাকা থেকে পালিয়ে যায়।
আহতের পরিবার জানায়, শেখ বাড়ির হালিম শেখের ছেলে সন্ত্রাসী জাকির শেখ এলাকায় মাদক বিক্রী করে, অন্যের জায়গা দখল ও বিভিন্ন অপকর্ম চালিয়ে যায়। সে শেখ বাড়ির একটি পুকুর জোড় করে দখল করে মাছ চাষ করে। এই নিয়ে তার সাথে পূর্বে ঝগড়া বিবাত হয়েছে। সেই পুকুরে পলিছিন ফালানো নিয়ে ঘটনারদিন তার সাথে দেলোয়ার শেখের ঝগড়া হয়। সন্ত্রাসী জাকির ঘটনারদিন সন্ধায় সেই শত্রুতার জের ধরে দেলোয়ার শেখকে হত্যা করার উদ্দেশ্যে ধাড়ালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। পরে বাড়ির মানুষ তাকে সন্ত্রাসী জাকিরের হাত থেকে রক্ষা করে। সে এলাকায় মাদক বিক্রীসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যায়। তার ভয়ে কেউ কথা বলতে সাহস পায়না। তাকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তী প্রদান করতে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন ভুক্তভূগীর পরিবার।