স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর শহরের সবচাইতে বড় পাকাইরি ও খচুরা কাঁচা বাজার পাল বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে এসব অনুদান ব্যবসায়ীদের হাতে তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
অনুষ্ঠানে দীপু মনি ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দূর্যোগ কিংবা যে কোন দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে সাহায্য ও সহযোগিতা নিয়ে সব সময় পাশে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীতেও থাকবেন। কারণ এ দেশের জনগণই তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন। তাঁর নেতৃত্বেই আজ দেশ এগিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, পাল বাজারের ব্যবসায়ী নেতা শামছুল হক পাটওয়ারী, মধু পোদ্দার, সঞ্জিত পোদ্দার, মিজানুর রহমান গাজী ও শওকত আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে দীপু মনি এমপি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ে থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রাপ্ত অনুদান ২৯জন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর মধ্যে ২ বান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করেন।