বিশেষ প্রতিনিধি॥ চাঁদপুর শহরের ৩নং কয়লাঘাটে চাঁদা না দেওয়ায় কমিউনিটি পুলিশিং কর্মকর্তার ব্যবসা প্রতিষ্ঠানে হুমায়ুন ওরফে হুমার নেতৃত্বেএক দল র্দূরবৃর্ত্তরা হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থসহ মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত সাড়ে ১০টায় শহরের ৩নং কয়লাঘাট এলাকার মবিল,ডিজেলসহ তৈল জাতীয় পদার্থ বিক্রির দোকান ওসমান ট্রেডার্সের ব্যবসা প্রতিষ্ঠানে। ঘটনার পর পর চাঁদপুর মডেল থানায় অভিযোগ হওয়ার পর পুলিশ বিলম্বে হলেও রাত ১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মো:ওসমান খান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন বলে মডেল থানা সূত্রে জানা গেছে।
চাঁদপুর মডেল থানার অভিযোগ সূত্রে জানা যায়, ৩নং কয়লা ঘাট এলাকার মো: আবদুল্লাহ্ আলী ভুঁইয়ার ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী,চাঁদাবাজ ও ছিনতাই কারী হুমায়ুন ওরফে হুমা দেশীয় অস্ত্র-শস্ত্র¿ নিয়ে ৫/৬ জন দূরবৃর্ত্তসহ শনিবার কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫ এর মহল্লা কমিউনিটি–৪ এর সহ-সভাপতি মো: ওসমান খানের দোকানে গিয়ে তার কাছে ডাকাতিয়া নদীতে মাছের ঝাঁগ ফেলার বিষয়ে চাঁদা দাবী করে।
সে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে, হুমায়ুন ওরফে হুমা তার সাথে থাকা অপর দূরবৃর্ত্তরাসহ তার দোকানে হামলা চালিয়ে দোকানের মালামালের ব্যাপক ক্ষতিসাধন এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে নগদ প্রায় ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মালামাল লুট করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় ওসমানের চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায় বলে ওসমান খান জানান।
এ ব্যাপারে মডেল থানায় অভিযোগের পর এলাকার মাতাব্বর মো: কাবুল ঘটনাটি ধামা-চাপা দেওয়ার জন্য জোর চেস্টা চালিয়ে যাচেছ বলে পুলিশ সূত্রে জানা গেছে।