মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ২৪৮ তম এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ যেন অতি সহজে অর্থলেনদেন করতে পারে সে লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। বৃহষ্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় মহামায়ায় পশ্চিম বাজার সালাউদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার সিনিয়র এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এজেন্ট শাখার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ মোশারফ হোসেন।
ইসলামী ব্যাংক কুমিল্লা জোনাল অফিসের কর্মকর্তা মোজাম্মেল হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ কামাল হাজী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোশারফ হোসেন বলেন, ইসলামী ব্যাংক একটি গণমূখী ব্যাংক। এ ব্যাংক ধনী, দরিদ্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংক ইতিমধ্যে দেশের সর্বোচ্চ করদাতা হিসেবে পুরষ্কৃত হয়েছে।
এ ব্যাংকটি রেমিটেন্স প্রদানে সর্বোচ্চ ভূমিকা রাখছে। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার প্রিন্সিপাল অফিসার মোরশেদুল আলম, সিনিয়র অফিসার মোশারফ হোসাইন, সালাউদ্দিন মার্কেটের সত্ত¦ধিকারী মোঃ সালাহউদ্দিন বেপারী, সমাজসেবক হারুনর রশিদ মুখলেছ মজুমদার, ইউপি সদস্য আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী, মান্দারী আলিম মাদ্রার শিক্ষক আঃ হাই আল ফারুকী, এটিএম আবু তাহের, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজেদুল হাসান রোপন, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি।
উক্ত অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিডেট এর কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহামায়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি জাফর আহমাদ। ইসলামী ব্যাংক মহামায়া এজেন্ট শাখার পরিচালক একেএম হাছানুল বান্না।