চাঁদপুরের মৈশাদী ইউনিয়নে ব্যাংক এশিয়ার কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়ার কার্যক্রম শুরু হয়েছে। ১লা নভেম্বর বৃহস্পতিবার এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এখন থেকে মৈশাদী ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে বয়স্ক ভাতা, পুঙ্গ ভাতা, বিধবা ভাতাসহ সকল কার্যক্রমের সেবা প্রদান করা হবে। মৈশাদীর মানুষের সেবার মান উন্নয়ন এবং মৈশাদীকে একটি আলোকিত ও ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যায় নিয়ে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক এ উদ্যোগ গ্রহন করেন। চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক মৈশাদীকে জেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর করান মন-মানুষিকতা নিয়েই ইউনিয়নের অভিভাবকের দায়িত্ব গ্রহন করেন। তারই ফলশ্রæতি হিসেবে মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন এবং চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল তাকে ক্রেষ্ট ও সার্টিফিকেট গ্রহন করেন।

মৈশাদী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বলেন, মৈশাদীতে যারা বিধবা, বয়স্ক পুঙ্গ ভাতা পায়, তারা এতদিন বাবুরহাট অগ্রণী ব্যাংকে গিয়ে এ সব ভাতার টাকার উত্তোলন করতে তাদেরকে মারাত্মক দুর্ভোগের কবলে পড়তে হত। এসব ভুক্ত ভোগী মানুষের কথা চিন্তা করেই এশিয়া ব্যাংকের সাথে কথা বলে মৈশাদীর ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়ার কার্যক্রম চালু করা হয়েছে। আমাদের লক্ষ হচ্ছে যারা চলতে ফিরতে কষ্ট হয়, তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে এশিয়া ব্যাংকের কর্মকর্তাগন ভাতার টাকা পৌছিয়ে দিবে। শতভাগ সেবা নিশ্চিত করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ।

এখান থেকে অনলাইনে পাসপোর্টের ফরম পূরন, এশিয়া ব্যাংকের একাউন্ট খোলাসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে। সবার সার্বিক সহযোগীতা নিয়ে মৈশাদীকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়াই হচ্ছে আমার এক মাত্র লক্ষ।

একই রকম খবর

Leave a Comment