ব্যানার-পোস্টার অপসারণে চাঁদপুর জেলা প্রশাসকের গণ বিজ্ঞপ্তি জারি

আহম্মদ উল্যাহ : আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সচিবালয়, বাংলাদেশ সচিবালয়ের ৮ নভেম্বর ২০১৮ তারিখের এক পরিপত্রের প্রেক্ষিতে ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশ জারি করেছে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটারিং অফিসার মোঃ মাজেদুর রহমান খান।

গত শুক্রবার (৯ নভেম্বর ২০১৮) এ নির্দেশনা জারি করেন, পরে ‘ডিসি চাঁদপুর’ ফেসবুক পেইজে এ সংক্রান্ত চিঠি পোস্ট করা হয়েছে ।

নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়ালে লিখন, বিল্ডবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রি ও নির্বাচনি ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এ লক্ষ্যে চাঁদপুর জেলার ৫টি আসনের সম্ভাব্য প্রার্থীগণের উত্তরুপ নির্বাচনি প্রচারণা সামগ্রী থাকলে তা আগামি ১৪ নভেম্বর ২০১৮ তারিখ রাত ১২টার পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিগণকে নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

এদিকে সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়ালে লিখন, বিল্ডবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি অপসারণের তদারকি করার জন্য দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুপা সুলতানা খান হীরামনিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তবে ১৪ নভেম্বর ২০১৮ তারিখ রাত ১২টার পূর্বে সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার অপসারণ না করা হলে ব্যবস্থ্য গ্রহণ করা হবে।

একই রকম খবর

Leave a Comment