স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসব মুখর পরিবেশে চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাব নিবাচন সম্পন্ন হয়েছে । নিবাচনে হাজীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি পদে ৩ প্রার্থী বাজিমাৎ করেছে।
১৩ জুলাই শনিবার দুপুরে গোপন ব্যালটের নির্বাচনের ফলাফলে এ তথ্য জানা যায়।
ফলাফল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুক জানান, নির্বাচনে সভাপতি পদে গাজী সালাউদ্দিনের ১৩ ভোট বাদে খালেকুজ্জামান শামীম, কামাল হোসেন ও মহিউদ্দিন আল আজাদ সমানভাবে ১৫ ভোট পেয়েছেন। তাই আগামী ১৫ জুলাই সোমবার এই সভাপতি পদের ব্যপারে জরুরী বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো জানান, সাধারণ সম্পাদক পদে এনায়েত মজুমদার ২৮ ভোট পেয়ে ৩ ভোটের ব্যবধানে মনিরুজ্জামান বাবলুকে, সাংগঠনিক সম্পাদক পদে এস এম মিরাজ মুন্সী ২ ভোটের ব্যবধানে খন্দকার আরিফকে, অর্থ সম্পাদক পদে পাপ্পু মাহমুদ ৯ ভোটের ব্যবধানে হাবিব উল্লাহকে এবং প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম সিফাত সর্বোচ্চ ১২ ভোটের ব্যবধানে রেজাউল করিম নয়নকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে হাসান মাহমুদ, শাখাওয়াত হোসেন শামীম, কবীর আহম্মদ, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, মুন্সী মোহাম্মদ মনীর ও জাকির হোসেন লিটন ক্রমান্বয়ে বিজয়ী হয়েছেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে সাখাওয়াত হোসেন ও হাবিবুর রহমান জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুনছুর আহমেদ বিপ্লব ও ইমাম হোসেন হীরা, দপ্তর সম্পাদক পদে জহিরুল ইসলাম জয়, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মো, মঞ্জুর আলম পাটওয়ারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সুজন দাস, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক পদে গাজী মহিন উদ্দিন এবং সাজসজ্জা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে আবু তাহের মিসবাহ সহ মোট ৯ জন বিজয়ী হন।
এদিকে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বিরতিহীনভাবে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত একটানা এ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে মোট ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ সময় হাজীগঞ্জের উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, সহকারী কমিশনার(ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী সুমন, থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত , বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পাটওয়ারী সুজন, জাতীয় পার্টির নেতা হারুনুর রশিদ মুন্সি সহ সুধীমহল উপস্থিত ছিলেন।