স্টাফ রিপোর্টার : বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও সংগঠক হারুন উর রশীদ পাটওয়ারী চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ব্রাম্মন সাখুয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ।
১৩ অক্টোবর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মত ভাবে হারুন উর রশীদ পাটওয়ারীকে সভাপতি মনোনীত করা হয় ।
১৯৮৪ সালে ব্রাম্মন সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । হারুন উর রশীদ পাটওয়ারীর পিতা বিশিষ্ট সমাজ সেবক হাবিব উল্যাহ পাটওয়ারী ছিলেন এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা । তিনি দীর্ঘ দিন সভাপতির দায়িত্ব পালন করেছেন । গত ২২ আগষ্ট হাবিব উল্যাহ পাটওয়ারী মৃত্যু বরণ করলে সভাপতির পদ শূন্য হয় । এর পর নতুন সভাপতি নির্বাচন করা হয় ।
সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা হারুন উর রশীদ পাটওয়ারী দীর্ঘ দিন সুনামের সাথে বিভিন্ন সামাজিক ও সেবা মুলক কর্মকাকেন্ডর সাথে জড়িত রয়েছেন ।
এদিকে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও সংগঠক হারুন উর রশীদ পাটওয়ারী বাগাদী ইউনিয়নের ব্রাম্মন সাখুয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক জিএম শাহীন ।