কাউছুল উল রাব্বি : ‘শিশু অধিকার নিশ্চিত করি, আগামীর নেতৃত্ব তৈরি করি’ এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে চাঁদপুর জেলার বড়দের সাথে ছোটদের মতবিনিময় সভা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্সের আয়োজনে ও সেভ দ্যা চিলড্রেন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জেলা শিশু একাডেমির সাবিক সহযোগীতায় গতকাল ২৭ জুন রোজ বুধবার সকাল ১১টায় জেলা শিশু একাডেমির কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চাঁদপুর জেলা ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্সের সভাপতি মারিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) শওকত ওসমান, প্রধান আলোচ্যক হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আনসার বাহিনী কমান্ডেন্ট এ এস এম আজিম উদ্দিন।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা শিশু সংসদ সদস্য তামান্না আক্তার লোপার পরিচালানায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুরের শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, চাঁদপুর লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া জাহান প্রমুখ।
অনুষ্ঠানে চাঁদপুর সদরের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ৪০ জন শিশু উক্ত মতবিনিময় সভায় অংশ গ্রহন করে। এসময় শিশুরা তাদের বিভিন্ন সমস্যা জেলার দায়িত্বরত বাহকদের কাছে তুলে ধরে।
এর মধ্যে অন্যতম সমস্যা গুলো হচ্ছে, বাল্য বিবাহ, ইভটিজিং, পয়নিষ্কাশন ব্যবস্থা, শ্রেনী কক্ষে শিক্ষক সল্পতা, যাতায়াত, মাল্টিমিডিয়া ক্লাস রুম, কমনরুম ইত্যাদি।