হাবিবুর রহমান, হাজীগঞ্জ থেকে : হাজীগঞ্জ পৌরসভায় অসহায়, দু:স্থ ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শনিবার ভিজিএফ কার্ডের আওতায় পৌরসভার ১১টি ওয়ার্ডের ৪৬২১ জন পরিবারের মাঝে জন প্রতি ২০ কেজি করে বিনামূল্যে এ চাল বিতরণ করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।
এ দিন সকাল ৮টায় পৌর ৬নং ওয়ার্ড মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।
এরপর পৌর মেয়র ফায়ার সার্ভিস স্টেশনে পৌর ৪ ও ৫নং ওয়ার্ডের চাল বিতরণ, বলাখাল জে.এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজে পৌর ১ ও ২নং ওয়ার্ডের চাল বিতরণ, ধেররা বাজারে পৌর ৩নং ওয়ার্ডের চাল বিতরণ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজে পৌর ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের চাল বিতরণ, হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে পৌর ৭ ও ৮নং ওয়ার্ডের এবং উপজেলা কমপ্লেক্সে পৌর ৯নং ওয়ার্ডের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও নিজ হাতে চাল বিতরণ করেন।
নিজ নিজ ওয়ার্ডের চাল বিতরণকালে পৌর প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি, প্যানেল মেয়র-২ মো. শুকু মিয়া, কাউন্সিলর হাবিবুর রহমান, আলাউদ্দিন মুন্সী, মোহাম্মদ জাহিদুল আযহার আলম, রিটন চন্দ্র সাহা, আবু বকর সিদ্দিক, মো. এমরান হোসেন মুন্সী, মো. আবুল কাশেম, মো. আজাদ হোসেন, মো. নুরুল ইসলাম বেপারী ও সংরক্ষিত কাউন্সিলর কাজলী রানী, জোহরা বেগম, শাহিদা বেগম ও রেজিয়া বেগমসহ পৌর কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।