স্টাফ রির্পোটার : চাঁদপুর শহরের বেলভিউ হাসপাতালে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানাযায়, কচুয়া উপজেলার বাসিন্দা চাঁদপুর জজ কোর্টের মহরি মহিবুল্লাহর স্ত্রীকে ৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করলে ঐদিনই রাত ৮ টায় সিজারে পুত্র সন্তান হয়।কিন্তু পর দিন থেকেই জন্ডিস অতি মাত্রায় বেড়ে যাওয়ায় শিশুটির অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করলে শুক্রবার শিশুটিকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লার একটি হাসপাতালে শিশুটিকে দেখালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে শিশুটির পিতা জানায় হাসপাতাল কতৃপক্ষের অবহেলা ও ভূল চিকিৎসার কারনে আমার ছেলের মিত্যু হয়েছে। তবে হাসপাতাল কতৃপক্ষের দাবি বাচ্চার মায়ের সাথে বাচ্চার নেগেটিভ ইনফেকশনের কারনে এই ঘটনা ঘটে। এখানে হাসপাতাল কতৃপক্ষের কোনরুপ অবহেলা ছিলোনা।