মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা রাজস্ব সম্মেলন উপলক্ষ্যে ভূমি সেবা সংবর্ধনা প্রদান ও ই-নামজারি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন।
উপজেলার সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়কারী ছেংগারচর পৌর ভ‚মি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহজালাল পাঠান, ২য় সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়কারী ফরাজীকান্দি ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান, শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়কারী ষাটনল ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জয়নাল আবেদীন এবং সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর প্রদানকারী রুহিতারপাড় গ্রামের মো. নূরুল আলম’কে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন বলেন, বর্তমান সরকার ভ‚মি ব্যবস্থার আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে অনেক দ‚র অগ্রসর হয়েছে। ভ‚মি রেজিস্ট্রেশন হতে শুরু করে অনেক ক্ষেত্রে লাগিয়েছে আধুনিকতার ছোঁয়া। ভ‚মি রেকর্ড আধুনিক পদ্ধতিতে সংরক্ষণসহ ভ‚মি সম্পর্কিত সেবা সহজীকরণে আমাদের বিভিন্ন ভ‚মি অফিস নিজস্ব ওয়েবসাইটও তৈরি করেছে। ই-নামজারির ফলে গ্রাহক হয়রানী অনেকাংশে লাগব হবে।
ভূমি উন্নয়ন কর পরিশোধ করা কলের নিজ নিজ দায়িত্ব। এ ক্ষেত্রে সবাইকে সঠিক সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহŸান জানান তিনি।
তিনি আরো বলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তারা ভূমি উন্নয়ন কর উত্তোলনের জন্য সচেষ্ট হতে হবে। সরকারের পাওনা সঠিক ভাবে বুঝে নেয়াও কর্মকর্তাদের দায়িত্ব।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন বলেন, জমির নামজারি করতে আসা গ্রাহকদের সঠিক পরামর্শ দিয়ে হয়রানিমুক্ত সেবা দিতে হবে। কাহারো বিরুদ্ধে কোন অভিযোগ প্রমানিত হলে কঠিন শান্তি প্রদান করা হবে।