আহম্মদ উল্যাহ : “১০৩ টাকায় ১শ’১৫ জনকে পুলিশে চাকুরি দিলেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির” শীর্ষ শিরোনামে গত ২৬ জুন দৈনিক চাঁদপুর খবর পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। অনলাইন পোর্টালের সংবাদটি চাঁদপুর জিহাদুল কবির মহোদয় (Jehadul Kabir) নামে সামাজিক যোগাযোগ মাধ্যম তাঁর ফেসবুক আইডিতে শেয়ার করলে শুধু তাঁর আইডিথেকে প্রায় এক হাজার শেয়ার হয়েছে।
এছাড়া প্রায় ৪শতাধিক কমেন্ট হয়। বিশেষ করে চাঁদপুর জেলা পুলিশের অধীন কনস্টেবল নিয়োগটি অত্যন্ত সচ্ছ প্রক্রিয়ায় হওয়ায় সারাদেশে ব্যাপক প্রসংশিত হয়েছে । এ জন্য চাঁদপুরের জনবান্ধব পুলিশ সুপার জিহাদুল কবিরের একনিষ্ঠতা , দক্ষতার প্রসংশা করা হয়েছে ।
এসময় কমেন্টে সাধারণ মানুষসহ পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবিরকে ধন্যবাদ জানান ও ভূয়সী প্রশংসা করে।
এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির ২৮ জুন বিকেলে দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে মোবাইল ফোন করেন এবং এ সংক্রা ন্ত সংবাদের জন্য ধন্যবাদ জানান । তিনি জানান , দৈনিক চাঁদপুর খবরের অনলাইনের সংবাদটি মহোদয়ের ব্যক্তি আইডিতে সর্বোচ্চ শেয়ার হয়েছে বলে জানান ।
প্রসঙ্গত, চাঁদপুরের জনবান্ধব পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম মহোদয় ১০৩ টাকায় ১শ’ ১৫ জনকে কনস্টেবল পদে পুলিশে চাকুরি দিয়েছেন। মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে আবেদন করে চাকুরি পেয়েছে। সচ্ছভাবে কনস্টেবল পদে চাকুরী পেয়ে মহাখুশী চাঁদপুরবাসী।
গত বুধবার (২৬ জুন) মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পরে এ তথ্য নিশ্চিত করেছেন, চাঁদপুর পুলিশ লাইনের আরও-১।
তিনি জানান, মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে আবেদন করে ১শ’২৩ পদে মোট ১শ’১৫ জন চাকুরী পেয়েছে। চাঁদপুর জেলায় ১২৩ জন প্রার্থীদের মাঝে সাধারণভাবে পুরুষ ৩৩ জন ও নারী ৬ জন, বিশেষ কোঠায় পুরুষ ২৯ জন ও নারী ৫৫ সর্বমোট ১২৩ পদে ১শ’১৫ জন কনস্টেবলে চাকুরী পেয়েছে।
এর মধ্য মোট মহিলা ৬১ পদে ৫৩ জন চাকুরি পেয়েছেন। আর পুরুষ ৬২ পদের মধ্য ৬২ জনের চাকুরী হয়েছে। এর আগে গত ২২ জুন চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে সকাল ৮টা থেকেই রাত ১২ পর্যন্ত পুলিশ কনস্টেবল পদে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা’র প্রথম ধাপ সম্পন্ন হয়। রোববার (২৩ জুন) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় পরে ২৫ জুন (মঙ্গলবার) লিখিত ফলাফল প্রকাশ করা হয়। অবশেষে বুধবার (২৬ জুন) মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। চাঁদপুরে ১শ’২৩ পদে সর্বমোট ৩৭শ’ প্রার্থী আবেদন করেছেন। প্রথম দিনে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা’র সময় দেখা মিলেছে হাজারো প্রার্থী।
১০৩ টাকায় মিলবে পুলিশের চাকরি আর এ নিয়েই চাঁদপুরে ছিলো সকল জল্পনা-কল্পনা। গত ২০ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত জেলার সোনালী ব্যাংকগুলোতে পুলিশ কনস্টেবল পদে আগ্রহী প্রার্থীদের ছিলো উপচে পড়া ভিড়। পুরো জেলায় প্রায় ৭-৮ হাজারের বেশি ব্যাংক ড্রাপট করা হয়েছে বলে, ব্যাংক কর্মকর্তা সূত্রে জানা গেছে।
গত শনিবার ভোর থেকেই প্রার্থীর উপস্থিতিতে সরগরম ছিলো চাঁদপুর পুলিশ লাইনস। উত্তর দিকে জেলা পরিষদ আর পশ্চিমে মঠখোলা পর্যন্ত ছিলো প্রার্থীদের বিশাল লাইন। এছাড়া অভিবাবকদের বিশাল ঢলে পুরো এলাকা জুড়ে বিরাজ করছিলো সরগরম অবস্থা। গত শনিবার সকাল ৮টা থেকে রাত্রে ১২ পর্যন্ত চলবে প্রথম ধাপের কার্যক্রম সম্পন্ন হয়।
এর মধ্যে (মাপজোক, কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক ফিটনেস, লাফঝাপ, দৌঁড়) সহ নানান প্রক্রিয়ার মাধ্যমে এ বাচাই করা হয়। তবে, এবারে প্রার্থীদের আগ্রহ ও চাহিদা স্মরণকালের চাইতে অনেক বেশি, পুলিশ কর্মকর্তাগণের সাথে আলাপকালে এমনটি জানা গেছে।
পূর্বের সংবাদটি পড়তে ক্লিক করুন…
“১০৩ টাকায় ১শ’১৫ জনকে পুলিশে চাকুরি দিলেন চাঁদপুরের এসপি জিহাদুল কবির”