ভোটার যেখানে এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহান সেখানে

কাউছ উল রাব্বি ।। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের কাছে ছুটে চলেছেন চাঁদপুর ৩ আসনে (সদর ও হাইমচর ) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খান বোরহান । আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবানকে জনগনের দোর গোড়ায় পৌছে দিচ্ছেন এই এমপি প্রার্থী।

শহর, এলাক, পাড়া /মহল্লা থেকে শরু করে নৌকার আহবান নিয়ে ছুটে চলেছে প্রত্যান্ত চড় অঞ্চলেও। তারই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই রেদোয়ান খান বোরহান নৌকার আহবান নিয়ে ছুটে গিয়েছেন ঢাকা- আশুলিয়ার জামগড়া এলাকার হাইমচরস্ত ৩০০ পরিবারের কাছে। ওই এলাকায় বসবাসরত হাইমচরের ৩০০ পরিবারের ঘরে পৌছিয়েছেন নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান।

এসময় আশুলিয়া জামগড়া এলাকায় সক্ষিপ্ত আলোচনায় আশুলিয়া থানা যুবলীগের সভাপতি জিয়াউর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান আতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব রেদওয়ান খান বোরহান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাইমচরস্ত আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গনী, পীরজাদা মাহফুজ্জুলাহ খান, হাইমচর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জলসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখে। পরে আশুলিয়ার হাইমচরস্ত সাধারন জনগনেরা আলহাজ্ব রেদওয়ান খান বোরহানকে ফুলেল শুভেচ্ছায় স্বাগতম জানায়।

একই রকম খবর

Leave a Comment